যেভাবে খারাপ হয় বাংলাদেশের ডাক্তার (১)
লিখেছেন লিখেছেন আমীর আজম ১৫ নভেম্বর, ২০১৭, ১২:৩৭:২৩ রাত
যেভাবে খারাপ হয় বাংলাদেশের ডাক্তার :
.
রাত দুইটা। সবে মাত্র চোখ দুইটা বন্ধ হয়ে এসেছে ডাক্তার সাহেবের। ঠিক এই মুহূর্তেই ফোনটা বেজে ওঠে। " স্যার জরুরি রোগী তাড়াতাড়ি আসেন। রোগী দেখে ট্রিটমেন্ট দিয়ে ডাক্তার সাহেব শুরু করেন এটেন্ডেন্স কাউন্সেলিং। সবচেয়ে ভাল যিনি বোঝেন তাকে ডেকে এনে ডাক্তারের সামনে বসানো হল।
।
শোনেন, আপনার রোগীর যা সমস্যা তাতে স্পষ্ট করে কিছু বলা যাচ্ছে না। এর জন্যে কিছু পরীক্ষানিরীক্ষা করাতে হবে। এত রাতে তো আর হবে না। কালকে এই পরীক্ষানিরীক্ষা গুলো করান। তারপর ফাইনাল করণীয় বলা যাবে। আমি আপাতত সাপোর্টিভ ম্যানেজমেন্ট দিয়ে দিলাম। এতে আপাতত রাতে তার কষ্টটা একটু কম হবে।
।
এবার ভাল বুঝনেওয়ালা ব্যক্তি আরেকজনকে বলতেছে :
পরীক্ষানিরীক্ষা ছাড়া রোগ বোঝা যাচ্ছে না। ডাক্তার সাহেব আপাতত হালকা একটা ট্রিটমেন্ট দিয়ে দিলেন।
।
ইনি আরেকজনকে :
ডাক্তার সাহেব রোগ ধরতে পারে নাই। কোনরকম ঠ্যাকাসারা একটা ট্রিটমেন্ট দিয়া দিছে।
।
ইনি আরেকজনকে :
ডাক্তার ব্যাটা তো কিছু বোঝেই নাই, চিকিৎসা দিবে কি
।
ইনি আরেকজনকে :
আরে ঘাস খাওয়া ডাক্তার কোন কিছু না বুঝিয়া ভুয়া ট্রিটমেন্ট দিছে।
।
মোরাল: ডাক্তারের কাউন্সেলিং ঠিক থাকলেও, রিসেপ্টরের সমস্যার কারণে মাঝে মাঝে বাংলাদেশের ডাক্তাররা খারাপ হয়ে যায়।
।
(চলবে)
বিষয়: বিবিধ
১২৩৬ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এখনকার ডাক্তার রাত ১টায়ও রোগী দেখেন প্রাইভেট চেম্বারে । আর কোন কোন ডাক্তারের সিরিয়াল ২/৩ মাসেও পাওয়া যায় না ।
রোগীকে তারা যে খুব সময় নিয়ে দেখেন তাও না । তারা বরং কিছু জুনিয়র ডাক্তার রাখেন।
আমার এক পরিচিতের বন্ধু বাংলাদেশের বিখ্যাত এক নাক কান গলা বিশেষজ্ঞের কাছে দেখাতে গিয়ে ১৮২ নং সিরিয়ালে ছিল । একজন রোগীকে নুন্যতম পাঁচ মিনিট করে দেখলেও তার সিরিয়াল ১৫ ঘন্টা পর আসার কথা !
রাত ১০ টার পর যে রোগী আসে সে কোন সাধারণ/রেগুলার রোগী নয় । তার জন্য তো ইমার্জেন্সী আছে।
মন্তব্য করতে লগইন করুন